ব্রিটিশ বিরােধীদের প্রতি আ'লা হযরত রহমাতুল্লাহি আলাইহি'র শ্রদ্ধা
প্রখ্যাত কবি ও ব্রিটিশবিরােধী স্বাধীনতা যুদ্ধের বীরসৈনিক মাওলানা কেফায়ত আলি কাফি রহমাতুল্লাহি আলাইহি যিনি মােরাদাবাদ অঞ্চলের "সাদরুশ শরিয়া" বা শরয়ী প্রধান ছিলেন। তিনি ১৮৫৭ ঈসায়ীতে ব্রিটিশবিরােধী আন্দোলনে ঝাঁপিড়ে পড়েছিলেন। তখন মুরাদাবাদ ইংরেজদের দখলে চলে যায়, ১৮৫৮ ঈসায়ী তাঁকে ব্রিটিশ সরকার ফাঁসি দেয়।তিনি শাহাদাত বরণ করেন।
হযরত মাওলানা শহিদ কাফির সাথে আলা হযরত রহমাতুল্লাহি আলাইহি'র রূহানি সম্পর্ক ছিলাে। তাঁর আট বছর বয়সে তিনি একরাত্রে স্বপ্নে দেখলেন, এক বিশাল শানদার দালান।যার রক্ষকের দায়িত্বে আছেন মাওলানা শহিদ কাফি। তিনি আ'লা হযরত ইমাম আহমদ রেযা বেরেলভী রহমাতুল্লাহি আলাইহি কে সম্বাধন করে বললেন- "হে আহমদ রেযা! নিশ্চয় এ ঘরে রাসূলুল্লাহ ﷺ আছেন। তুমি এখানে প্রবেশ করাে এবং হুজুর ﷺ'র সাক্ষাত লাভে ধন্য হও। আ'লা হযরত রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি ঐ ঘরে প্রবেশ করে দেখলাম হুজুর আকদ্বাস মাহবুবে খােদা ﷺ আপন মা।সৈয়্যদা আমেনা খাতুন রদ্বিয়াল্লাহু আনহা'র ক্রোড়ে শিশুর মতাে হয়ে তাশরিফ রেখেছেন"।
এই গােলামকে খুবই কাছে নিয়ে মা আমেনা খাতুন রদ্বিয়াল্লাহু আনহা কে সম্বাধন করে ইরশাদ করেন- 'মা আমার আহমদ রেযা এসেছে। (মাওলানা আমানত রাসূল কাদেরি রেজভি মুস্তফভি রচিত "তাজাল্লিয়াতে ইমাম আহমদ রেযা", প্রাগুক্ত, পৃষ্ঠাঃ ২৫)।
এই ব্রিটিশবিরােধী শহিদকে আ'লা হযরত রহমাতুল্লাহি আলাইহি অত্যধিক ভালবাসতেন। যা তাঁর লিখিত দু'টি পঙক্তিতে প্রতিভাত হয়। তিনি মাওলানা কাফি রচিত কব্যের প্রতি এতই আকৃষ্ট ছিলেন যে, একটি জায়গায় তিনি কাফিকে না'তের সুলতান বা বাদশা স্বীকার করে নিজেকে তাঁর উজির ঘােষণা করেছিলেন। আ'লা হযরত রহমাতুল্লাহি আলাইহি বলেন ।
"আমার মুখের সৌরভে সুগন্ধময় বিশ্ব ভূবন,
এ মিষ্টি সূরে তিক্ততার পরশ অস্বাধীন।
হে রেযা! প্রিয় নবি বন্দনায় সম্রাট হলো কাফি,
ইনশাল্লাহ, আমি হবাে তাঁরই প্রধানমন্ত্রী।"১৭
(আ'লা হযরত রচিত হাদায়েক্ব বখশিশ", খণ্ডঃ ০৩, পৃষ্ঠাঃ ৯৩-৯৪, বদায়ুন প্রকাশনী)।
ব্রিটিশ আমলে ব্রিটিশদ্রোহীদের সাথে সম্পর্ক প্রকাশ করা যখন বড়ই ভয়ের ব্যাপার ছিলাে তখনই ইংরেজদের দুশমন এই মহান শহিদের প্রতি এতাে গভীর শ্রদ্ধা এবং বিশেষ উপাধী প্রয়ােগ নিশ্চয় একজন ইংরেজ এজেন্টের কাজ হতে পারে না।
এটাতাে ব্রিটিশদের প্রতি কলমি জিহাদ ও অভূতপূর্ব তিরস্কার। সুচিন্তিত রায় প্রদানে ক্ষমতাবান প্রত্যেক পণ্ডিত একথা অকপটেই স্বীকার করবেন।
(আ'লা হযরত ইমাম আহমদ রেযা খাঁন বেরেলভী রহমাতুল্লাহি আলাইহি'র উপর আরোপিত অপবাদের জবাব,পৃষ্ঠা- ৯১-৯২)।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন