বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১

কোন প্রাণীর ছবি পকেটে রেখে নামায পড়লে নামায হবে কিনা?

কোন প্রাণীর ছবি পকেটে রেখে নামায পড়লে নামায হবে কিনা?

প্রশ্ন :  কোন প্রাণীর ছবি পকেটে রেখে নামায পড়লে নামায হবে কিনা?

উত্তর : পকেটে ছবি রেখে নামায পড়া দুরস্ত হয়ে যাবে।তবে এরূপ করা মাকরূহ ও অপছন্দনীয়, যদি বিনা প্রয়ােজনে রাখে। আর যদি নৌট হয় - তাহলে মাকরূহ নয়। কেননা ইহা প্রয়ােজনীয় বস্তু।

_______________

ইরফানে শরিয়ত (প্রথম খণ্ড,পৃষ্ঠা - ১৯)

মূলঃ আ'লা হযরত ইমাম আহমদ রেযা খান বেরলভী রহমাতুল্লাহি আলাইহি।

অনুবাদ: অধ্যক্ষ হাফেজ মুহাম্মদ আবদুল জলীল রহমাতুল্লাহি আলাইহি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন