বুধবার, ২০ জানুয়ারী, ২০২১

মৃত ব্যক্তিকে দাফন করার পর কবরের নিকট আযান দেয়া জায়েয আছে কিনা?

মৃত ব্যক্তিকে দাফন করার পর কবরের নিকট আযান দেয়া জায়েয আছে কিনা?

উত্তর : হ্যা, জায়েয আছে। এই অধম (ইমাম আহমদ রেযা) এই মাছআলার উপর একটি পৃথক পুস্তিকা রচনা করেছি এবং নাম রেখেছি "ঈযানুল আজরি ফী আযানীল কাবরি"। উহা দেখা যেতে পারে।

_______________

ইরফানে শরিয়ত (প্রথম খণ্ড,পৃষ্ঠা - ৪২)

মূলঃ আ'লা হযরত ইমাম আহমদ রেযা খান বেরলভী রহমাতুল্লাহি আলাইহি।

অনুবাদ: অধ্যক্ষ হাফেজ মুহাম্মদ আবদুল জলীল রহমাতুল্লাহি আলাইহি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন