মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১

সখ করে অথবা বিশেষ প্রয়ােজনে পুরুষ লােকেরা সােনা চান্দির আংটি পরতে পারবে কিনা?

 

পুরুষরা সোনার আংটি পড়তে পারবে?

প্রশ্ন :  সখ করে অথবা বিশেষ প্রয়ােজনে পুরুষ লােকেরা সােনা চান্দির আংটি পরতে পারবে কিনা?

উত্তর :  সােনার আংটি পুরুষদের জন্য শর্তহীনভাবে হারাম। রূপা বা চান্দির ক্ষেত্রে দুই বা ততােধিক আংটি- অথবা একটি আংটি যার উপরে কয়েকটি নমুনা থাকে, অথবা যার মধ্যে চার মাশা পরিমান রূপা থাকে- এমতাবস্থায় শুধু একটি আংটি ব্যবহার করা যাবে- যার উপর মাত্র একটি নমুনা থাকবে এবং চার মাশার কম ওজন হবে।

এমন আংটি সখ করে অথবা সীল হিসাবে পুরুষ লোকেরা ব্যবহার করতে পারবে।

_______________

ইরফানে শরিয়ত (প্রথম খণ্ড,পৃষ্ঠা - ১৭)

মূলঃ আ'লা হযরত ইমাম আহমদ রেযা খান বেরলভী রহমাতুল্লাহি আলাইহি।

অনুবাদ: অধ্যক্ষ হাফেজ মুহাম্মদ আবদুল জলীল রহমাতুল্লাহি আলাইহি।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন