শরীয়তের বিধি-বিধান নবীর হাতে, হাদিস শরীফ হতে
সহীহ মুসলিম শরীফে এইমতে বর্ণিত রয়েছে যে, রাসূলুল্লাহ (ﷺ) আরজ করেন,
اللهم انى قد حر متُ مابين لابتيها كما حر مت على لسان ابراهيم الحرم- هو واحمد والرُّو نى عن ابى قتادة رضى الله تعالى عنه
হে আল্লাহ! নিঃসন্দেহে আমি গােটা মদীনাকে হারাম ঘােষণা করে দিলাম। যেমনিভাবে আপনি ইবরাহীম (আঃ) - এর মুখের (ঘোষণার) উপর পবিত্র হেরেমকে হারাম বানিয়েছেন ।
এ হাদিস ইমাম মুসলিম ও ইমাম আহমদ হযরত আবু কাতাদা (رضي الله عنه) সূত্রে বর্ণনা করেন।
▪ সহীহ মুসলিম, কিতাবুল হজ্জ, বাবু ফলিল মদীনা, কাদিমী কিতাব খানা, করাচী - ৪৪৩-৪৪০/ ১।
▪ মুসনাদে আহমদ ইবনে হাম্বল, হযরত আবু কাতাদা (رضي الله عنه) হতে বর্ণনা করেছেন, আল মাকতাবুল ইসলামী, বৈরুত ৩০৯/৫।
হাদিস ১২ :
হাদীস : সহীহ মুসলিম শরীফে এইরূপে বর্ণিত রয়েছে যে, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন,
إِنَّ إِبْرَاهِيمَ حَرَّمَ بيت الله وَاَمَّنه وَإِنِّي حَرَّمْتُ الْمَدِينَةَ مَا بَيْنَ لَابَتَيْهَا، لَا يُقْطَعُ عِضَاهُهَا، وَلَا يُصَادُ صَيْدُهَا- هو والطحاوى عن جابر بن عبد الله رضي الله تعالى عنهما -
নিঃসন্দেহে ইবরাহীম (আঃ) বায়তুল্লাহকে হারাম বানিয়ে দিয়েছেন, এবং নিরাপত্তা দানকারী বানিয়েছেন। আর আমি মদীনায়ে তাইয়েবাকে হারাম করলাম। এখানকার না ঘাস কাটা যাবে, আর না তার কোন শিকার ধরা যাবে।
এ হাদীসটি ইমাম মুসলিম ও ইমাম তাহাবী হযরত জাবির ইবনে আবদুল্লাহ (رضي الله عنه) হতে বর্ণনা করেছেন।
▪ শারহু মাআনিল আসার, কিতাবুস সায়ীদ, বাবু সায়ীদিল মদীনা, এইচ, এম, সাঈদ কোমপানী, করাচী - ৩৫২/২।
▪ কানযুল উম্মাল, ইমাম মুলিমের বরাতে, হাদীস : ৩৪৮১০, মুআসসাসাতু আর রিসালাহ, বৈরুত - ২৫৩২/১২।
হাদিস ১৩ :
সহীহাইনের মাঝে রয়েছে যে, হযরত আবু হুরায়রা। রাদ্বিয়ালরাহু তাআলা আনহু বর্ণনা করেন,
حرم رسول الله صلى الله تعا لى عليه وسلم ما بين لا بتى المد ينة وجعل اثنا عشر ميلاً حول المد ينة حِمى - هما واحمد وعبد الرزاق فى مصنفه _
সমস্ত মদীনায়ে তাইয়েবাকে রাসূলুল্লাহ (ﷺ) হারাম করে দিয়েছেন। আর তিনি পবিত্র মদীনার চারপাশের বারাে মাইল পর্যন্ত সবুজ ঘাসের চারণভূমিকে লােকদের হস্তক্ষেপ থেকে নিজের সংরক্ষণে নিয়ে নিলেন।
▪ সহীহ বুখারী, ফয়িলুল মদীনা, বাবু হারামুল মদীনা, কদীমী কিতাব খানা, করাচী -২৫১/১।
▪ সহীহ মুসলিম, কিতাবুল হজ্জ, বাবু ফলিল মদীনা, কদীমী কিতাব খানা, করাচী - ৪৪২/১।
▪ মুসনাদে আহমদ ইবনে হাম্বল, হযরত আবু হুরায়রা রাদ্বিয়াল্লাহ তাআলা আনহু হতে বর্ণিত, আন মাকতাবুল। ইসলামী, বৈরুত - ৪৮৭/২।
▪ আল - মুসান্নাফ লিআবদির রাযযাক কিতাবু হুরমাতুল মদীনা, হাদীস : ১৭১৪৫, আল - মাজলিসুল আলামী, বৈরুত - ২৬১৪ - ২৬০৯।
হাদিস ১৪ :
এ হাদীস বুখারী ও মুসলিম এবং হযরত আবদুর রাযযাক স্বীয় মুসান্নকে উদ্ধৃত করেছেন। ইমাম ইবনে জারীর (رحمة الله) এর বর্ণনা এই যে,
حرّم رسول الله صلى الله تعالى عليه وسلم شجر ها ان يعضد او يخبط - رواه عن خبيب ن الهذ لى رضي الله تعالى عنه _
রাসূলুল্লাহ (ﷺ) পবিত্র মদীনার গাছপালা কর্তন করা, তার পাতা ছিড়া হারাম ঘােষণা করেছেন।
এ হাদীস শরীফ ইমাম ইবনে জারীর (رحمة الله) হযরত হাবীব হুজালী (رضي الله عنه) হতে বর্ণনা করেন।
.ইমাম ইবনে জারীর, হযরত হাবীব হুজালী সূত্রে বর্ণিত।
হাদিস ১৫ :
সহীস মুসলিম শরীফে রয়েছে যে, হযরত রাফি ইবনে খাদীজ (رضي الله عنه) বর্ণনা করেন,
انّ رسول الله صلى الله تعالى عليه وسلم حرَّم ما بين لا بتي المد ينة _ هو والطحا وى فى معا نى الا ثار _
নিঃসন্দেহে রাসূলুল্লাহ (ﷺ) মদীনায়ে তাইয়েবার সমগ্র স্থানকে হারাম বানিয়েছেন।
এ হাদিস ইমাম মুসলিম ও তাহবী শারহু মা’আনিল আসারে বর্ণনা করেছেন।
▪ সহীহ মুসলিম, কিতাবুল হজ্জ, বাবু ফলিল মদীনা, কদীমী কিতাব খানা, করাচী - ৪৪০/১।
▪ শারহু মা'আনিল আসার, কিতাবুল সায়ীদ, বাবু সায়ীদিল মদীনা, এইচ, এম. সাঈদ কোমপানী, করাচী - ৩৪২/২।
হাদিস ১৬ :
হাদীস সহীহ মুসলিম ও শারহু মা’আনিল আসারে এইমতে হযরত আসিম আল আহওয়াল (ﷺ) হতে বর্ণিত যে,
قلت لِاَ نس بن مَلك احرّم رسول الله صلى الله تعالى عليه وسلم المدينة قال نعم الحديث - زاد ابو جعفر فى رواية لايعضد شجر هاولمسلم ض اخرى ذلك فعليه لعنة والملئكة والنا س اجمعين _
অর্থাৎ আমি (হযরত আসিম আল আহওয়াল (রাঃ) হযরত আনাস ইবনে মালিক (رضي الله عنه)কে জিজ্ঞেস করলাম যে, রাসূলুল্লাহ ﷺ কি মদীনাকে হারাম ঘােষণা করেছেন? তিনি বলেন, হ্যাঁ।
তা হারাম, অতএব এখানকার উদ্ভিদ কাটা যাবে না, ঘাস উপড়ানাে যাবে না।
যে ব্যক্তি এরূপ করবে তার উপর আল্লাহ ও তাঁর ফিরিস্তাদের এবং সমগ্র মানব জাতির লা'নত তথা অভিশম্পাত।
. সহীহ মুসলিম, কিতাবুল হজ্জ, বাবু ফলিল মদীনা, কদীমী কিতাব খানা, করাচী - ৪৪১/১।
. শারহু মা, আনিল আসার , কিতাবুস সায়ীদ বাবু সায়ীদিল মদীনা, এইচ, এম. সাঈদ। কোমপানী, করাচী - ৩৪২/২।
. সহীহ মুসলিম, কিতাবুল হজ্জ, বাবু ফলিল মদীনা, কাদিমী কিতাব খানা, করাচী - ৪৪১/১।
হাদিস ১৭ :
সুনানে আবু দাউদে রয়েছে যে, হযরত সা'দ ইবনে আবু ওয়াক্কাস (رضي الله عنه) বর্ণনা করেন -
انّ رسول الله صلى الله تعالى عليه وسلم حرَّم هذا الحر ام _
নিঃসন্দেহে রাসূলুল্লাহ (ﷺ) এ মহা সম্মানিত হারামকে হেরেম বানিয়ে দিয়েছেন।
. সুনানে আবু দাউদ, কিতাবুল মানাসিক, বাবু কি তাহারিমুল মদীনা, আফতাবে আলম প্রেস, লাহাের - ২৭৮/১।
হাদিস ১৮ :
হযরত শারজীল (রাঃ) বলেন, আমি পবিত্র মদীনায় শিকার ধরার জন্য জাল টানাচ্ছিলাম, এমতাবস্থায় হযরত যায়দ ইবনে সাবিত আনসরী (رضي الله عنه) আমাদের নিকট আগমন করলেন। অতঃপর তিনি জাল ধরে ছুড়ে ফেলে দিলেন, আর ইরশাদ করলেন,
تعلموا انَّ رسول الله صلى الله تعالى عليه وسلم حرَّم صيد ها - الا مام ابو جعفر فى فى شرح الطحا وى _
তােমরা কি জান না যে, নিশ্চয়ই রাসূলুল্লাহ (ﷺ) পবিত্র মদীনায়ে তাইয়েবার শিকার ধরা হারাম করেছেন।
এ হাদিস ইমাম আবু জাফর শারাহু তাহাবীর মধ্যে বর্ণনা করেছেন।
.শারহু মাআনিল আসার, কিতাবুস সায়ীদ বাবু, সায়ীদিল মদীনা, এইচ, এম, সাঈদ কোমপানী, কারাচী - ৩৪২/২।
হাদিস ১৯ :
আবু বকর ইবনে আবূ শায়বাহ হযরত যায়দ (رضي الله عنه) হতে এরূপ বর্ণনা করেছেন যে,
انَّ النبى صلى الله تعالى عليه وسلم حرم ما بين لَاَبْتَيها
নিঃসন্দেহে নবী (ﷺ) মদীনার দু'টি কৃষ্ণ প্রস্তরময় ভূমির মধ্যবর্তী স্থানকে হারাম ঘােষণা করেছেন।
. মুসান্নাফে ইবনে আবু শায়বা, কিতাবুস সিয়ার ১৮২/৬
হাদিস ২০ :
হযরত আবু সাঈদ খুদরী (رضي الله عنه) বর্ণনা করেন -
اِنَّ رسول الله صلى الله تعالى عليه وسلم حرَّم ما بين لابتى المدينة ان يعضد شجرها او يخبط _
নিঃসন্দেহে রাসূলুল্লাহ (ﷺ) সমগ্র মদীনাকে হারাম বানিয়ে দিয়েছেন, করা নিষিদ্ধ এবং এখানকার পাতা ছিড়াও নিষিদ্ধ।
. শারহু মাআনিল আসার, কিতাবুস সায়ীদ, বাবু সায়ীদিল মদীনা, এইচ, এম, সাঈদ কোমপানী, করাচী - ৩৪২/২।
____________________
কিতাবঃ শরীয়তের বিধি-বিধান নবীর হাতে
মূলঃ আ'লা হযরত মুজাদ্দিদ ইমাম আহমদ রেযা (রহঃ)
অনুবাদঃ মুহাম্মদ হােসাইন রেযা কাদেরী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন