প্রশ্ন - স্বামী মৃত স্ত্রীকে গােসল দিতে পারবে কি না এবং মৃত্যুর পর স্বামী তাঁর স্ত্রীর লাশ স্পর্শ করতে পারবে কি না।
উত্তর : মৃত স্ত্রীর কাফনের উপর স্পর্শ করতে পারবে এবং কবরেও নামাতে পারবে। কিন্তু খালী শরীর স্পর্শ করতে পারবে না সুতরাং গােসলও দিতে পারবে না। আল্লাহ-ই সর্বজ্ঞ।
_______________
ইরফানে শরিয়ত (প্রথম খণ্ড)
মূলঃ আ'লা হযরত ইমাম আহমদ রেযা খান বেরলভী রহমাতুল্লাহি আলাইহি।
অনুবাদ: অধ্যক্ষ হাফেজ মুহাম্মদ আবদুল জলীল রহমাতুল্লাহি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন