প্রশ্ন : আকাশের বিজলী কি জিনিস?
উত্তর : মেঘমালা পরিচালনার জন্য আল্লাহু তায়ালা একজন ফিরিস্তা মনােনীত করেছেন- যার নাম রাআদ। তার দেহ খুবই ছােট।
তার হাতে একটি বড় কোড়া রয়েছে। যখন উক্ত ফিরিস্তা মেঘমালায় কোড়া মারেন-তখন তার সংঘর্ষে মেঘমালা হতে অগ্নিস্ফুলিঙ্গ বেরহয়। উহাকে বিজলী বলা হয়। আল্লাহ-ই সর্বজ্ঞ।
_______________
ইরফানে শরিয়ত (প্রথম খণ্ড,পৃষ্ঠা - ১০)
মূলঃ আ'লা হযরত ইমাম আহমদ রেযা খান বেরলভী রহমাতুল্লাহি আলাইহি।
অনুবাদ: অধ্যক্ষ হাফেজ মুহাম্মদ আবদুল জলীল রহমাতুল্লাহি আলাইহি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন