শনিবার, ১৯ ডিসেম্বর, ২০২০

প্রশ্ন : আহলে বাইত বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পরিবারবর্গ বলতে কাকে বুঝায়?


উত্তর : এখন আহলে বাইত বলতে প্রথমতঃ হযরত ফাতেমা যাহরা বতুল রাদিয়াল্লাহু আনহার বংশ বা আওলাদগণকে বুঝায়। তারপর হযরত আলী, হযরত আকিল, হযরত জাফর ও হযরত আব্বাছ রাদিয়াল্লাহু আনহুমদের আওলাদ বা বংশধরগণকেও আহলে বাইত বলে গন্য করা হয়। হুযুর পূরনূর ছাল্লাল্লাহু আলাইহি ওয়া ছাল্লামের পবিত্রা বিবিগণ-অর্থাৎ উম্মাহাতুল মােমেনীনগণও আহলে বাইত। আল্লাহই সর্বজ্ঞ। (বিভিন্ন হাদীস ইহার প্রমাণ-অনুবাদক)।

_______________

ইরফানে শরিয়ত (প্রথম খণ্ড,পৃ:- ১৪)

মূলঃ আ'লা হযরত ইমাম আহমদ রেযা খান বেরলভী রহমাতুল্লাহি আলাইহি।

অনুবাদ: অধ্যক্ষ হাফেজ মুহাম্মদ আবদুল জলীল রহমাতুল্লাহি আলাইহি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন