সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

হাদায়েক্বে বখশিশ

 



উচ্চারণ:

ইয়া ইলাহী রহম ফরমা মােস্তফা কে ওয়াস্তে

ইয়া রাসূলাল্লাহ করম কী জিয়ে খােদা কে ওয়াস্তে।


অনুবাদ:


হে আল্লাহ হযরত মুহাম্মদ মােস্তফা সাল্লাল্লাহু তা'আলা আলায়হি ওয়া সাল্লাম'র দোহাই দিচ্ছি, আমাদের প্রতি রহম, কৃপা করুন। হে আল্লাহর রাসূল, আপনার দয়াময় প্রভু মহান আল্লাহর দোহাই, তাঁর দিকে চেয়ে আমাদের

প্রতি অনুগ্রহ করুন। (আমীন)


কাব্যানুবাদ:


হে ইলাহী, করাে গাে রহমত মােস্তফারই দেই দোহাই,

ইয়া রাসূলাল্লাহ, দয়া চাই, খােদ খােদারই দেই দোহাই ।



উচ্চারণ: 


মুশকিলেঁ হল কর শাহে মুশকিল কুশা কে ওয়াস্তে,

কর বালায়েঁ রদ শহীদ কারবালা কে ওয়াস্তে।


অনুবাদ:


দুর্যোগ থেকে উদ্ধার করাে (হে খােদা), মুশকিল দূরীভূতকারী শেরে খােদা শাহে বেলায়ত (হযরত আলী রাদ্বিয়াল্লাহু তা'আলা আনহু)'র ওয়াসীলায়।  শহীদে কারবালা (হযরত ইমাম হােসাইন রাদ্বিয়াল্লাহু আনহু)'র

ওয়াসীলায় বিপদ প্রতিহত করে দাও।


কাব্যানুবাদ:

যতই মুশকিল দাও হটিয়ে মুশকিল কুশা আলীর দোহাই,

দূর করাে বালা শহীদে কারবালারই দেই দোহাই ।




উচ্চারণ:


সায়্যিদ সাজ্জাদ কে সদকে মে সা-জিদ রাখ মুঝে,

ইলমে হক-দে বা-ক্বেরে ইলমে হুদা কে ওয়াস্তে।


অনুবাদ:


সাধক শ্রেষ্ঠ, সাইয়্যিদ যাইনুল আবেদীন (রদ্বিয়াল্লাহু আনহু)'র ওয়াসালীলায় আমাকে, হে প্রভু, ইবাদত রত রাখাে।

হযরত ইমাম বাকের (রদ্বিয়াল্লাহু আনহু.)'র সদকায়, যিনি হেদায়তেরআধ্যাত্মিক জ্ঞান সম্পন্ন, আমাকেও সত্যের জ্ঞান দাও।


কাব্যানুবাদ:


সায়্যিদে সাজ্জাদেরই সদকায় রেখাে সাজিদ আমায়,

দাও হকের ইলম, শাহে বাকের 'হাদীয়ে ইলম'র দোহাই ।


উচ্চারণ:


সিদক্বে  সাদিক কা তাসাদ্দুক্ব সাদিকুল ইসলাম কর,

বেগদ্বব রাদ্বী হাে কা-যিম আওর রেযা কে ওয়াস্তে ।


অনুবাদ:


সত্যনিষ্ঠের সত্যতার সদকায় ইসলামে খাঁটি ও নিখাদ বিশ্বাসী করে দাও। হে প্রভু, তুমি হযরত মুসা কাযেম ও মুসা রেযা (রাদি.)'র ওয়াসীলায় আমার প্রতি ক্রোধবিহীন

অবস্থায় সম্ভুষ্ট হয়ে যাও।


কাব্যানুবাদ:


সা-দিক'র সত্যতার সদকা, ইসলামে সাচ্চা বানাও,

নয় গযব, হও রা-যী কাযেম ও রেযারই দেই দোহাই।


(হাদায়েক্বে বখশিশ'র পঙ্কক্তিমালা,আ'লা হযরত রচিত,কাব্যানুবাদ: মাওলানা হাফেজ মুহাম্মদ আনিসুজ্জামান)। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন