বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

সৈয়্যদযাদাদের জন্য আ'লা হযরতের দরবার ছিলো সর্বদা উন্মুক্ত


সৈয়্যদযাদাদের জন্য আ'লা হযরতের দরবার ছিলো সর্বদা উন্মুক্ত

সৈয়্যদ আইয়ুব আলি সাহেব বর্ণনা করেন, আ'লা হযরত ইমাম আহমদ রেযা বেরেলভী (রহমাতুল্লাহি আলাইহি)'র দরবারে মিলাদ শরিফ উপলক্ষে যে তাবাররুক তৈয়ার হতাে তা বণ্টনের একটা নিয়ম ছিলাে। নিয়মটি হলাে উক্ত মিলাদ শরীফে যে সকল বাচ্চা ও দাঁড়ি বিহীন ব্যক্তি উপস্থিত থাকতেন তাদেরকে এক প্যাকেট শিরনি দেয়া হতাে।
দাঁড়িওয়ালা যেসব মানুষ থাকতেন তাদেরকে দু'প্যাকেট দেয়া হতাে। আর যেসব সৈয়্যদযাদা শরিক হতেন তাঁদেরকে চার প্যাকেট শিরনি দেয়া হতাে। তাঁর খান্দানের সকলেই তা অনুসরণ করতেন। এক বছর রবিউল আউয়াল শরিফের ১২ তারিখে মিলাদুন্নবী ﷺ'র অনুষ্ঠানে মানুষের সমাগম বেশি হয়েছিলাে। তাবাররুক বণ্টনের সময় নিয়মের পরিপন্থী সৈয়্যদ মাহমুদ জানকে এক প্যাকেট দেয়া হলাে।
অথচ তিনি চার প্যাকেট পাওয়ার যােগ্য। তিনি এক প্যাকেট গ্রহণ করে চুপিসরে আ'লা হযরত (রহমাতুল্লাহি আলাইহি)'র খেদমতে উপস্থিত হয়ে আরয করলেন, হুযুর! আজকে
আমাকে তাবাররুক এক প্যাকেট দেয়া হয়েছে। আ'লা হযরত (রহমাতুল্লাহি আলাইহি) বললেন,।সৈয়্যদ সাহেব, অপেক্ষা করুন। আমি দিচ্ছি, বলে তাবাররুক বণ্টকারীকে
ডাকলেন এবং খুব অসন্তুষ্টি প্রকাশ করে বললেন, এখনই একটি কাচের প্লেট নিয়ে তাতে তবাররুকে পরিপূর্ণ করে সৈয়্যদ সাহেবের খেদমতে পেশ করাে। তৎক্ষণাৎ হুকুম তামিল করা হলাে। সৈয়্যদ সাহেব বললেন, 'হুযুর! আমার উদ্দেশ্য এটা ছিলাে না। তবে হ্যা, আমার মনে খুব কষ্ট এসেছে, যা সহ্য করতে পারিনি।' আ'লা হযরত ইমাম আহমদ রেযা বেরেলভী (রহমাতুল্লাহি আলাইহি) ফরমালেন, সৈয়্যদ সাহেব এ তাবারুক আপনাকে গ্রহণ করতে হবে নতুবা আমি খুব কষ্ট পাবাে। এরপর বণ্টনকারীকে বললেন, একজন লােক সৈয়্যদ সাহেবের সাথে দাও, যে প্যাকেটগুলাে সৈয়্যদ সাহেবের ঘরে পৌঁছে দেবে। তৎক্ষণাৎ হুকুম তামিল করা হলাে।

(আ'লা হযরত ইমাম আহমদ রেযা খাঁন বেরেলভী রহমাতুল্লাহি আলাইহি'র উপর আরোপিত অপবাদের জবাব,পৃষ্ঠা - ২৫৯-২৬০ )

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন