শনিবার, ৩ এপ্রিল, ২০২১

মক্কা শরিফে মেয়ে বিবাহের টাকা প্রেরণ


মক্কা শরিফে মেয়ে বিবাহের টাকা প্রেরণ:

 মক্কা শরিফ থেকে আলা হযরত ইমাম আহমদ রেযা বেরেলভী রহমাতুল্লাহি আলাইহি'র কাছে জনৈক ব্যক্তি এ বলে চিঠি লিখলেন যে, হুযূর! আমার দু'মেয়ের বিবাহ একসাথে হচ্ছে, তাই অর্থনৈতিক দীনতায় পড়েছি। দয়া করে সাহায্যের হাত বাড়িয়ে কৃতার্থ করবেন। পরিশেষে আ'লা হযরত অনেক কষ্ট করে দু'মেয়ের জন্য সে সময়ের এক হাজার টাকা মক্কা শরিফে পাঠিয়ে দিয়েছেন।(মাওলানা জুফরুদ্দিন বিহারি রচিত "হায়াতে আ'লা হযরত", প্রাগুক্ত, পৃষ্ঠা: ৮৩, আ'লা হযরত ইমাম আহমদ রেযা খাঁন বেরেলভী রহমাতুল্লাহি আলাইহি'র উপর আরোপিত অপবাদের জবাব,পৃষ্ঠা - ২৫৮ )। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন