শীতকালীন উন্নত বস্ত্ৰ নিমেষেই দান
জনাব মাওলানা আমজাদ রেযা সাহেব (প্রকাশ মামু মিয়া সাহেব) বর্ণনা করেন, আলা হযরত ইমাম আহমদ রেযা বেরেলভী রহমাতুল্লাহি আলাইহি'র খেদমতে একদা একটি পার্শ্বেল আসলাে। আমিও সেখানে উপস্থিত ছিলাম। পার্সেলটি খুলতেই দেখতে পেলাম শীতকালীন পরিধেয় একটি উন্নত বস্ত্র। আলা হযরত তা দেখে খুব খুশি হলেন। যারা সে সময়ে ঘরে উপস্থিত ছিলেন সকলেরই কাপড়টি পছন্দ হলাে। সকলেই প্রেরণকারী ও কাপড়ের প্রশংসা করলেন। সকলের অনুরােধে তিনি তা পরিধান করলেন। আমার (আমজাদ রেযা) অজান্তে হঠাৎ অনিচ্ছায় আমার মুখ দিয়ে বের হয়ে গেলাে যে, বাস্তবেই এটা চমৎকার পােশাক, যুবকদেরকে বেশি মানাবে। এটা শুনামাত্রই আ'লা হযরত ইমাম আহমদ রেযা বেরেলভী রহমাতুল্লাহি আলাইহি ঐ পােশাকটি আমাকে দিয়ে দিলেন। বললেন, তুমি এটা পরাে। অথচ, আমি এ কথাটি এটা পাওয়ার জন্য মােটেও বলিনি। তবে আ'লা হযরত ইমাম আহমদ রেযা বেরেলভী রহমাতুল্লাহি আলাইহি বরাবরই আমাকে সেটা দিয়ে দিলেন এবং বললেন আমার খুশি তাে এখানেই, কেনাে লজ্জা করছাে!(মাওলানা জফরুদ্দিন বিহারি রচিত "হায়াতে আ'লা হযরত", প্রাগুক্ত, পৃষ্ঠা: ৮৪,আ'লা হযরত ইমাম আহমদ রেযা খাঁন বেরেলভী রহমাতুল্লাহি আলাইহি'র উপর আরোপিত অপবাদের জবাব,পৃষ্ঠা - ২৫৮ )।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন