মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০

আলা হযরত ইমাম আহমদ রেযা রহমাতুল্লাহি আলাইহি'র বংশ লতিকা



আবুল বশর হযরত আদম (আলাইহিস সালাম), হতে হযরত শীষ (আলাইহিস সালাম), হতে আনওয়াশ, হতে কিনান, হতে মিহলা হিল, হতে বিয়ারােদ, হতে হযরত ইদরিস (আলাইহিস সালাম), হতে মালিক মুতলাশিখ, হতে লায়িক, হতে হযরত নুহ (আলাইহিস সালাম), হতে হযরত শাম (আলাইহিস সালাম), হতে আরফখশদ, হতে শালিখ, হতে আবিদ, হতে হযরত হুদ (আলাইহিস সালাম) হতে শােরুহ বা আশরাগ, হতে মাখােদ বা নাখােদ,হতে তারিখ, হতে হযরত ইবরাহিম খলিলুল্লাহ (আলাইহিস সালাম), হতে হযরত ইসহাক (আলাইহিস সালাম),হতে ইয়াকুব (আলাইহিস সালাম), হতে ইয়াহুদা, হতে রােয়িল, হতে তালস, হতে উতবা, হতে কীস, হতে সরদার মুকাল্লিব বিহ (মালিক তালুত), হতে আফগানাহ বা আরমিলাহ,
হতে সলীম বা সলম, হতে মিনদোল, হতে আরজন্দ, হতে তারিখ, হতে লুয়ি, হতে তালাল, হতে সাহব, হতে আবি, হতে কমর, হতে হারুন, হতে আশমােল, হতে আলম বা আলিম, হতে কবল, হতে মিতহাল, হতে হাদিফাহ, হতে আমাল, হতে করম, হতে ফিলুল, হতে আসম, হতে শীর, হতে কলয, হতে নুসরত, হতে মলখ, হতে শারােদ, হতে আশআছ, হতে আকরাম, হতে নাঈম, হতে আশমােওয়ায়িল, হতে নসর, হতে কারুন, হতে সালাহ, হতে সলম, হতে বাহলুল, হতে আনিন, হতে জামান, হতে মালিক আসকান্দার, হতে মালিক জালান্দার, হতে মুররাহ, হতে নঈম, হতে উতবা, হতে সলুল, হতে আইস, হতে সাহাবিয়ে রাসূল হযরত কুস আবদুর রশিদ রদ্বিয়াল্লাহু আনহু, হতে ইবরাহিম উরফ সটহবন, হতে শরফ উদ্দিন উরফ শযযােন, হতে বটহিয, হতে দাউদ খান, হতে দৌলত খান, হতে ইউসুফ খান কান্দাহারি, হতে আবদুর রহমান, হতে সাঈদ উল্লাহ খান, হতে মুহাম্মদ সাআদাত আলি খান, হতে মুহাম্মদ আযম খান হতে মুহাম্মদ কাজেম আলি খান, হতে মাওলানা রেযা আলি খান, হতে মাওলানা নক্বি আলি খান, হতে মাওলানা আহমদ রেযা খান বেরেলভী রহমাতুল্লাহি আলাইহি।

[ড. মুহাম্মদ হাসন রচিত "মাওলানা নক্বি আলি খান হায়াত অওর ইলমি ওয়া আদবি কারনামে", পিএইচডি থিসিচ,ফিকরে রেযা নেটওয়ার্ক, পৃষ্ঠা: ৬০। ** মির্যা আবদুল ওয়াহিদ বেগ রচিত "হায়াতে মুফতিয়ে আ'যম হিন্দ", বেরেলি প্রকাশনী, পৃষ্ঠা: ১৫-১৬।
আ'লা হযরত ইমাম আহমদ রেযা খাঁন বেরেলভী রহমাতুল্লাহি আলাইহির'র উপর আরোপিত অপবাদের জবাব,
পৃষ্ঠা - ১৬২-১৬৩ ]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন