প্রখ্যাত আলা হযরত গবেষক পাকিস্তানের প্রথিতযশা, ইসলামি পণ্ডিত ড. মাসউদ আহমদ রহমাতুল্লাহি আলাইহি বলেন, ইমাম আহমদ রেযা ব্রিটিশ সরকার ছাড়াও ব্রিটিশ রাজন্যদের ঘৃণা করতেন প্রত্যেকটি কাজে। প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য অনুযায়ী জানা যায় যে, তিনি চিঠির খামে উল্টো দিকে ডাক টিকিট লাগাতেন।
সৈয়্যদ আলতাফ আলি বেরেলভীর বরাতে ড. মাসউদ আহমদ আরাে বলেন- "ইমাম আহমদ রেযা রহমাতুল্লাহি আলাইহি চিঠির খামে ডাক টিকেট এমনভাবে সংযুক্ত করতেন
যাতে রানী ভিক্টোরিয়া, এডওয়ার্ড-৮ এবং জর্জ-৫ এর মাথা নিচের দিকে থাকে। (দৈনিক জং, করাচি, পৃষ্ঠা: ০৬, কলাম: ০৫,তারিখ- ২৫/০১/১৯৭৯ ইংরেজি।)
তিনি শুধু চিঠির খামের মধ্যেই সীমাবদ্ধ রাখেননি; বরং পােস্ট কার্ডেও রাণী ও রাজার মাথা নিচের দিকে রেখে উল্টো দিক থেকে ঠিকানা লিখতেন। (প্রফেসর ড. মাসউদ আহমদ রচিত গুণাহে বে গুনাহি", প্রাগুক্ত, পৃষ্ঠা: ৩৭।)
জনাব ড. মাসউদ আহমেদ সাহেব অনেক কষ্ট করে পাকিস্তানের ইসলামাবাদস্থ আল্লামা ইকবাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জনাব আবরার হােসাঈনের কাছ থেকে তাঁর একটি পােস্ট কার্ডের ফটোকপি সংগ্রহ করেন। যার মধ্যে রাণী ভিক্টোরিয়ার একটি ছবি রয়েছে যাতে রাণীর মাথা নিচের দিকে করে লাগানাে হয়েছে। দলিল চিত্র দ্রষ্টাব্য।
চিত্রটি গুনাহে বে-গুনাহি' নামক কিতাব থেকে নেয়া হয়েছে।
এটা ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর একটি পােস্ট কার্ড। যাতে রাণী ভিক্টোরিয়ার একটি ছবি রয়েছে। আ'লা হযরত ইমাম আহমদ রেযা বেরেলভী রহমাতুল্লাহি আলাইহি'র এ চিঠিটি
ভারতের আহমদাবাদস্থ মাদ্রাসায়ে তৈয়্যেবার শিক্ষক মাওলানা নাযির আহমদ রামপুরির কাছে প্রেরণ করেন। প্রেরণের তারিখ ছিলাে ইয়াউমুল আরাফা (আরাফার দিবস), ১৩১৩ হিজরি মােতাবেক ২৪ মে ১৮৯৬ ঈসায়ী। পত্রটি আহমদাবাদে পৌছে ২৭ মে ১৮৯৬ ঈসায়ী।(প্রাগুক্ত,পৃষ্ঠা: ৩৮-৩৯)
( আ'লা হযরত ইমাম আহমদ রেযা খাঁন বেরেলভী রহমাতুল্লাহি আলাইহি'র উপর আরোপিত অপবাদের জবাব,পৃষ্ঠা - ৮৭-৮৮)।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন