কৃত: আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমাতুল্লাহি আলাইহি।
♥♥♥♥♥♥♥
এয়া এলাহী! তব দান সদা যেন সঙ্গে থাকে!
সংকট হলে তখন যেন মুক্তিদাতা সঙ্গে থাকে।
এয়া এলাহী! যাবো ভূলে তব আমি মরণ - জ্বালা!
সুন্দরতম মোস্তফার দীদার যদি ভাগ্য থাকে।
এয়া এলাহী! আসবে যখন আধাঁর গোরের কঠিন রাত,
নূরী নবীর চেহারা যেন ঊষার মত দীপ্ত থাকে।
এয়া এলাহী! হাশর মাঠে পড়লে গোল ধর - পাকড়ের,
ত্রানকর্তা দয়ালু নবীর শরণ যেন সঙ্গে থাকে।
এয়া এলাহী! কঠিন তৃষায় জিহবা যবে বেরিয়ে আসে,
'কাওসার' - এরই মালিক দাতার দান যেন মোর সঙ্গে থাকে।
এয়া এলাহী! হাশর - রবির হবে যখন ভীষণ তাপ,
ছায়াবিহীন নূর - নবীর ঝান্ডা যেন ছাইয়ে থাকে।
এয়া এলাহী! রোজ হাশরের তাপ জ্বালাবে যখন কায়া,
প্রিয় নবীর দামন যেন শীতল বায়ু দানতে থাকে।
এয়া এলাহী! আমলনামা খুলে যখন প্রকাশ পাবে,
সৃষ্টি - পাপ গোপনকারীর আঁচল যেন ঢাকা থাকে।
এয়া এলাহী! অশ্রুধারায় করলে সিক্ত পাপ - তালিকা,
ওই হাস্যোজ্জ্বল ওষ্ঠদু'টির দো'আ যেন সঙ্গে থাকে।
এয়া এলাহী! হাস্যোল্লাস কাঁদায় যখন রক্তাশ্রু,
আশার আধার শফী'র যেন মুক্তাশ্রু সঙ্গে থাকে।
এয়া এলাহী! বল্গাছেঁড়া কর্ম যখন দেখতে পাবো,
নিচু - লাজুক ওই দৃষ্টির কৃপা যেন সঙ্গে থাকে।
এয়া এলাহী! চলব যখন পুল - সেরাতের আঁধার রাহে,
হিদায়তের নূর - হাশেমীর সূর্য যেন সঙ্গে থাকে।
এয়া এলাহী! অসির ধারে চলতে হবে যেই ক্ষনে,
'রাব্বি সাল্লিম' বলেন যিনি,তিনি যেন সেথা থাকে।
এয়া এলাহী! বৈধ যতো যাচবো আমি তোমার সনে,
ওই দো'আতে পুণ্যাত্মাদের 'আ - মী - ন' যেন সঙ্গে থাকে।
এয়া এলাহী! নিদ্রা কেটে জাগে যবে রেযার শির,
নবী - প্রেমের বিনিদ্র ধন তখন যেন সঙ্গে থাকে।
[বি:দ্র: এখানে শুধু উর্দু মুনাজাতটির বাংলা কাব্যানুবাদ উল্লেখ করা হলো]
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন