শনিবার, ৩ জুলাই, ২০২১

কালামে রেযার ব্যাখ্যা

 


জিস কি তাসকিঁ ছে রােতে হুয়ে হাঁস পড়েঁ

উছ তাবাচ্ছুম কি আ'দাত পে লাখাে সালাম। (হাদায়িকে বখশিশ শরীফ)


কালামে রযার ব্যাখ্যা: হাদায়িকে বখশিশ শরীফের অন্তর্গত 'সালামে রযা' শীর্ষক এই

পংক্তি ' জিস কি তসকি সে রােতে হুয়ে হাঁস পড়ীঁ'র সর্বশেষ পদ 'পড়ীঁ' আ'লা হযরতের মাদানী চিন্তা-চেতনার এক মহান গুরুত্বপূর্ণ অংশ। কেননা, 'পড়েঁ' স্থলে যদি লিখা হত পড়ে', তাহলে অর্থগত দিক থেকে কোন এক বিশেষ ঘটনার দিকে ইঙ্গিত করত। কিন্তু আ'লা হযরত রহমাতুল্লাহি আলাইহি 'পড়ীঁ' লিখে ছরকারে মদীনা সাল্লাল্লাহু তা'আলা আলাইহি ওয়া সাল্লাম এর মহান গুণ বর্ণনা করে

ফেললেন। যেমন: পংক্তিটির অর্থ হচ্ছে, জীবদ্দশাতে তাে আপনার শান্তনায় দুঃখী-তাপী মানুষের মনের পুষ্পকলি ফুটে উঠত, কিন্তু আজও যখন সুলতানে মদীনা সাল্লাল্লাহু তা'আলা আলাইহি ওয়া সাল্লাম কোন দুঃখী মানুষকে স্বপ্নে কিংবা কোন গােলামকে কবরে শান্তনা প্রদান করেন, সাথে সাথে সে পরিতৃপ্তিময় প্রশান্তি লাভ করে। পংক্তিটি আরও ইঙ্গিত বহন করে যে, হাশরের দিনেও তিনি আপন গুনাহগার উম্মতদেরকে নির্ভরযােগ্য প্রশান্তি ও শান্তনা প্রদান করবেন। দ্বিতীয় পংক্তিটির অর্থ এই যে, এই প্রশান্তিপ্রদ অভ্যাস মােবারকের উপর অসংখ্যা সালাম বর্ষিত হােক। হযরত মাওলানা সায়্যিদ আখতার হামেদী রহমাতুল্লাহি আলাইহি এই পংক্তিটিতে কতই সুন্দর পংক্তি জুড়ে দেন:


মুদতারিব গম ছে হুতি হুয়ি হাঁস পড়ি

রনজ ছে জান কোতে হুয়ি হাঁস পড়ি,

বখত জাগ উটি চোতে হুয়ি হাঁস পড়ি

জিস কি তাসকি ছে রােতে হুয়ি হাঁস পড়ি,

উছ তাবাচ্ছুম কি আ'দাত পে লাখাে সালাম।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন