রবিবার, ২১ মার্চ, ২০২১

নিজ লেপ গরিব দুঃখীকে দিয়ে দেয়া

 


আ'লা হযরত ইমাম আহমদ রেযা বেরেলভী রহমাতুল্লাহি আলাইহি'র দানশীলতা 

নিজ লেপ গরিব দুঃখীকে দিয়ে দেয়া:

 আ'লা হযরত ইমাম আহমদ রেযা বেরেলভী রহমাতুল্লাহি আলাইহি'র নজিরবিহীন দানশীলতার বর্ণনা দিতে গিয়েতাঁর জীবনী লেখক মাওলানা নসিম বসতবি বলেন- 

"জনাব যাকাউল্লাহ খান সাহেব বর্ণনা করেন, তখন শীতকালীন মৌসুম ছিলো। আ'লা হযরত ইমাম আহমদ রেযা বেরেলভী রহমাতুল্লাহি আলাইহি প্রতিদিনের নিয়ম অনুসারে মাগরিবের নামায আদায় করে সর্বসাধারণের সাক্ষাতের কক্ষে তাশরিফ নিয়ে আলাপচারিতার পর মানুষদেরকে বিদায় করছেন। ঐ সময় খাদেমের দিকে তাকিয়ে বললেন, আপনার কাছে ছােট লেপ নেই? খাদেম চুপ করে রইলেন। 

ঐ সময় আ'লা হযরত ইমাম আহমদ রেযা বেরেলভী রহমাতুল্লাহি আলাইহি'র গায়ে যা ছিলাে, তা খুলে খাদেমকে দিয়ে বললেন, গায়ে পরে নেন। খাদেম আদব সহকারে কদমবুছি করলেন এবং হযরতের ফরমান মােবারকের তামীল করে ছােট লেপটি নিলেন। 

তিনি আরও বর্ণনা করেন যে, "আলা হযরত ইমাম আহমদ রেযা বেরেলভী রহমাতুল্লাহি আলাইহি তাঁর ছােট লেপটি আমাকে দান করার দুই তিন দিন পর নতুন আরেকটি লেপ তৈরি করে আনা হলো।কয়েকদিন ব্যবহার করলেন।

 এরপর একরাত্রে একজন মুসাফির মসজিদে আসলেন এবং আলা হযরতের খেদমতে আরয করলেন, 'হুযুর! গায়ে দেয়ার মতাে আমার কোনাে কিছু নেই। তার কথা শুনে আলা হযরত ইমাম আহমদ রেযা বেরেলভী রহমাতুল্লাহি আলাইহি তাঁর সে নতুন লেপটিই মুসাফিরকে দিয়ে দিলেন।"(মাওলানা নসিম বসতবি রচিত "মুজাদ্দিদে ইসলাম",আ'লা হযরত ইমাম আহমদ রেযা খাঁন বেরেলভী রহমাতুল্লাহি আলাইহি'র উপর আরোপিত অপবাদের জবাব,পৃষ্ঠা - ২৫৫ ) 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন