ব্রিটিশদের জন্য সরকার শব্দ ব্যবহারে নিষিদ্ধ ঘােষণা :-
প্রখ্যাত আ'লা হযরত গবেষক আল্লামা আবদুল হাকিম শরফ ক্বাদেরি রহমাতুল্লাহি আলাইহি বলেন- একদা মাওলানা হেদায়ত রাসূল সাহেব আ'লা হযরত রহমাতুল্লাহি আলাইহি'র সামনে রামপুরের (ব্রিটিশ নিযুক্ত) নবাবকে সরকার অভিধায় স্মরণ করলে তিনি তৎক্ষনাৎ এরশাদ করলেন - (উর্দুর অনুবাদ,কিতাবে উর্দু উল্লেখ আছে) অর্থাৎ, হুজুর সৈয়্যদে কায়েনাত ﷺ ব্যতীত আমরা দুনিয়াবি কোনো সরকারের প্রয়ােজন মনে করি না।
তাঁর গ্রন্থভাণ্ডারগুলাে পর্যালােচনা করলে দেখা যায় যে, তিনি ইংরেজ তাে দূরের কথা, কোনাে মুসলিম রাজা বাদশাহদের জন্যও 'সরকার শব্দটি ব্যবহার করেননি।
(মাহনামায়ে মাআ'রেফে রেযা,প্রবন্ধ:ফাযেলে বেরেলি এর এক এলজাম কি হাকিকত,পৃষ্ঠা:২৬,এদারায়ে তাহরিকে ইমাম আহমদ রেযা ইন্টারন্যাশনাল, পাকিস্তান, আগস্ট-০৫ ঈসায়ী সংখ্যা,পৃষ্ঠা:২৬)।
অথচ ওহাবিগুরু আশরাফ আলি থানভি ইংরেজ দখলদারদেরকে 'সরকার' অভিধায় ভূষিত করেছে। তার ভাষায়- (উর্দুর অনুবাদ,কিতাবে উর্দু উল্লেখ আছে) "ইংরেজদের যে পরিপূর্ণ নিরাপত্তা ছিলাে না, তা নয়; বরং এটা বিদ্রোহীদের সন্দেহ মাত্র। সাধারণ জনগণ তাে সরকারের ব্যাপারে পূর্ণ আস্তাবান ছিলাে"। (আশরাফ আলি থানভি রচিত "তাহজিরুল ইখওয়ান",পৃষ্ঠা: ০৯)।
প্রিয় পাঠক! লক্ষ্য করুন, এখানে ওহাবিগুরু থানভি সাহেব ইংরেজ দখলদারদেরকে বললেন 'সরকার আর ব্রিটিশবিরােধী সম্মানিত মুক্তিযােদ্ধাদেরকে বললেন 'বাগী বা বিদ্রোহী'।
দেওবন্দিদের কুতুবে আলম মৌং রশিদ আহমদ গাঙ্গুহি তাে ব্রিটিশদের প্রেমের নেশায় মত্ত হয়ে এমন কথা বললেন, যা অত্যন্ত মাদকাসক্ত ব্যতীত আর কেউ বলতে পারে না। সে বলেছে- (উর্দুর অনুবাদ,কিতাবে উর্দু উল্লেখ আছে) "যখন আমি বাস্তবেই সরকারের (ইংরেজ) অনুগত। তাই মিথ্যা অপবাদে আমার চুল পরিমাণও ক্ষতি হবে না। আমি যদি মারাও যাই, তবে মালিক হিসেবে তার এখতেয়ার রয়েছে। তিনি যা চান, তাই করতে পারেন"।
(আশেক এলাহি মিরাঠি রচিত তাজকেরাতুল রশিদ", খণ্ড: ০১, পৃষ্ঠা: ৮০, মাকতাবুল শায়খ, সাহারানপুর,আ'লা হযরত ইমাম আহমদ রেযা খাঁন বেরেলভী রহমাতুল্লাহি আলাইহি'র উপর আরোপিত অপবাদের জবাব,পৃষ্ঠা - ৮৪-৮৫)।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন