আ'লা হযরত ইমাম আহমদ রেযা বেরেলভী রহমাতুল্লাহি আলাইহি শুধু ফাতওয়া প্রদানে পারিশ্রমিক গ্রহণ করতেন না, তা নয়; বরং তাবিজ প্রদানের কোনাে পারিশ্রমিক গ্রহণ করতেন না। মাওলানা জুফরুদ্দিন বিহারি রচিত "হায়াতে আ'লা হযরত" নামক কিতাবে রয়েছে- "জনৈক ব্যক্তি আলা হযরত ইমাম আহমদ রেযা বেরেলভী রহমাতুল্লাহি আলাইহি'র খেদমতে কিছু মিঠাই নিয়ে উপস্থিত হলেন। আলা হযরত রহমাতুল্লাহি আলাইহি তাকে বললেন, 'আপনি এতাে কষ্ট কেনাে করলেন?
লােকটি বললাে, 'উপহার মাত্র। কিছুক্ষণ পর লােকটি আ'লা হযরত রহমাতুল্লাহি আলাইহি 'র কাছে একটি তাবিজ চাইলেন। আলা হযরত রহমাতুল্লাহি আলাইহি বললেন, 'সাধারণতঃ আমি তাবিজ লিখি না। তবে প্রয়ােজনে আমার আপনজন যাঁরা এ কাজে নিয়ােজিত, তাঁদের থেকে নিয়ে দিই। অনুরূপভাবে তাবিজ নিয়ে লােকটিকে দিলেন। আর সাথে সাথে খাদেমকে লােকটির আনিত মিঠাই ফেরত দেয়ার নির্দেশ প্রদান করলেন।
লােকটি বললেন, 'হুযুর! এ মিঠাই তাে তাবিজ গ্রহণের হাদিয়া স্বরূপ নয়; বরং আপনার জন্য তােহফা হিসেবে এনেছি। 'আমাদের এখানে তাবিজ বিক্রি করা হয় না' বলে আ'লা হযরত ইমাম আহমদ রেযা বেরেলভী রহমাতুল্লাহি আলাইহি লােকটির মিঠাই ফেরত দিয়ে দিলেন।
প্রিয় পাঠক! ফল তার গাছের দ্বারা পরিচিত হয়। যেমনিভাবে আলা হযরত ইমাম আহমদ রেযা খান বেরেলভী রহমাতুল্লাহি আলাইহি'র জীবন ছিলাে পার্থিব মােহমুক্ত ও দুনিয়াদার রাজা বাদশাহদের সংশ্রব ও তাদের থেকে ফায়দা লুঠা থেকে মুক্ত তেমনিভাবে তাঁর পদাঙ্ক অনুসরণ করেছেন তাঁর সম্মানিত আওলাদগণও।
(মাওলানা জুফরুদ্দিন বিহারি রচিত"হায়াতে আ'লা হযরত",পৃষ্ঠা - ২৯)।
{আ'লা হযরত ইমাম আহমদ রেযা খাঁন বেরেলভী রহমাতুল্লাহি আলাইহি এর উপর আরোপিত অপবাদের জবাব, কৃত: অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ জসিম উদ্দিন রেযভী,পৃষ্ঠা - ২৬৭-২৬৮}
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন