মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০

আলা হযরত রহমাতুল্লাহি আলাইহি এর উপর গবেষণা



অনুসন্ধানে পাওয়া যায় যে, এ পর্যন্ত (২০১৬ ঈসায়ী) ইমামে আহলে সুন্নাত আ'লা হযরত শাহ আহমদ রেযা খান বেরেলভি রহমাতুল্লাহি আলাইহি এর উপর প্রায় ২৩ জনের অধিক গবেষক পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে Ph.D. ডিগ্রি লাভ করেছেন।


নিম্নে গবেষকদের নামসহ যাবতীয় তথ্য তুলে ধরা হলাে।

১) শিরােনাম : ফকিহে ইসলাম।
গবেষক :  ড. মুহাম্মদ হাসান রেযা খান
তত্ত্বাবধায়ক : ড. আতগার শের
ইউনিভার্সিটি : পাটনা ইউনিভার্সিটি, পাটনা, ভারত।
ডিগ্রি অর্জনের সন : ১৯৭৯ ঈসায়ী।

2) শিরোনাম: Devotional Islam & Politics In British India Ahmad Raza Khan Berielvi And His Movement 1870-1920
গবেষক :  ড. মিসেস উশা সানিয়াল
ইউনিভার্সিটি : কলম্বো ইউনিভার্সিটি, নিউইয়র্ক, আমেরিকা।
ডিগ্রি অর্জনের সন : ১৯৯০ ঈসায়ী।

৩) শিরােনাম : ইমাম আহমদ রেযা, হায়াত আওর কারনামে।
গবেষক : ড. তৈয়ব আলি রেযা আনছারি
তত্ত্বাবধায়ক : ড. কমর জাহান, চেয়ারম্যান: উর্দু বিভাগ
ইউনিভার্সিটি : হিন্দু ইউনিভার্সিটি, বেনারস, ভারত।
অর্জনের সন : ১৯৯৩ ঈসায়ী।

৪) শিরােনাম : কানযুল ইমান আওর দিগর মা'রুফ উর্দু কুরআনি তরাজিম কা তাকাবুলি জায়েজাহ।
গবেষক : প্রফেসর ড. মজিদ উল্লাহ কাদেরি
তত্ত্বাবধায়ক : প্রফেসর ড. মাসউদ আহমেদ
ইউনিভার্সিটি : কারাচি ইউনিভার্সিটি, কারাচি, পাকিস্তান।
ডিগ্রি অর্জনের সন : ১৯৯৩ ঈসায়ী।

৫) শিরােনাম : ইমাম আহমদ রেযা বেরেলভী কি হালাত আফকার আওর এসলাহি কারনামে (সিন্ধি)।
গবেষক : প্রফেসর ড. মাওলানা হাফেজ আবদুল বারি সিদ্দিকি
তত্ত্বাবধায়ক : প্রফেসর ড. মদদ আলি কাদেরি
ডীন: ফ্যাকাল্টিট আব আর্টস
ইউনিভার্সিটি : সিন্ধু ইউনিভার্সিটি, জাম শুরদ, পাকিস্তান।
ডিগ্রি অর্জনের সন : ১৯৯৩ ঈসায়ী।

৬) শিরােনাম : আ'লা হযরত ইমাম আহমদ রেযা আওর উনকি নাত গােয়ী।
গবেষক : ড. সৈয়্যদ জামিল উদ্দিন রাটভি
ইউনিভার্সিটি : ড. হারি সিং গাের বিশ্ববিদ্যালয়, মহারষ্ট্র, ভারত।
ডিগ্রি অর্জনের সন : ১৯৯২ ঈসায়ী।

৭) শিরােনাম : হযরত রেযা বেরেলভী বা-হায়ছিয়তে শায়েরে নাত।
গবেষক : ড. মুহাম্মদ ইমাম উদ দীন (জাফর শাফি আবেদি)
ইউনিভার্সিটি : বিহার ইউনিভার্সিটি, মুজাফফরপুর, ভারত।
ডিগ্রি অর্জনের সন : ১৯৯২ ঈসায়ী।

৮) শিরােনাম : মাওলানা আহমদ রেযা কি না'তিয়া শায়েরি।
গবেষক : ড. সিরাজ আহমদ বসতবি
তত্ত্বাবধায়ক : প্রফেসর ড. আবুল হাসানাত হক্কি
চেয়ারম্যান, উর্দু বিভাগ।
ইউনিভার্সিটি : কানপুর ইউনিভার্সিটি, কানপুর, ভারত।
ডিগ্রি অর্জনের সন ও ১৯৯৫/১৯৯৭ ঈসায়ী।

৯) শিরােনাম : উর্দু না'ত গােয়ী আওর ফাযেলে বেরেলভি।
গবেষক : ড, আবদুন নঈম আজিজি
তত্ত্বাবধায়ক : প্রফেসর ড. জেড এইচ ওয়াসিম
চেয়ারম্যান, উর্দু বিভাগ।
ইউনিভার্সিটি : রুহিল ক্যাণ্ড ইউনিভার্সিটি, বেরেলি, ভারত।
ডিগ্রি অর্জনের সন : ১৯৯৪ ঈসায়ী ।

১০) শিরােনাম : মাওলানা আহমদ রেযা বেরেলভী কি ফিকহি খিদমাত।
গবেষক : প্রফেসর ড. আনওয়ার খান।
তত্ত্বাবধায়ক : প্রফেসর ড. এইচ এম সাঈদ
সাবেক চেয়ারম্যান : ধর্মতত্ত্ব পর্যালােচনা বিভাগ
ইউনিভার্সিটি : সিন্ধু ইউনিভার্সিটি, জামশুরদ, পাকিস্তান।
ডিগ্রি অর্জনের সন : ১৯৯৮ ঈসায়ী।

১১) শিরােনাম : ইমাম আহমদ রেযা কা তাসাওউরে ইশক।
গবেষক : ড. মাওলানা গােলাম মােস্তফা আনজুম আল কাদেরি
তত্ত্বাবধায়ক : ড. জাহান আরা বেগম, চেয়ারম্যান: উর্দু বিভাগ
ইউনিভার্সিটি : মাইশুর ইউনিভার্সিটি, ভারত।
ভিগ্রি অর্জনের সন : ২০০২/২০০৩ ঈসায়ী।

১২) শিরােনাম : রুহিল ক্যান্ড কে নছরি আরতাকা মে মাওলানা আহমদ রেযা খান কি হিসসা।
গবেষক : ড. রেযা উল রাহমান আকিফ সানবাহলি
ইউনিভার্সিটি : রুহিল ক্যান্ড ইউনিভার্সিটি, বেরেলি, ভারত।
ডিগ্রি অর্জনের সন : ২০০৩ ঈসায়ী।

১৩) শিরােনাম : ইমাম আহমদ রেযা কি ইনশা পরকাদাজি।
গবেষক : ড. গােলাম গাউস কাদেরি
ইউনিভার্সিটি : রানচি ইউনিভার্সিটি, জাকারহাও, বিহার, ইন্ডিয়া
ডিগ্রি অর্জনের সন : ২০০৩ ঈসায়ী

১৪) শিরােনাম : ইমাম আহমদ রেযা কি ফিররি তানকিদি জায়িযাহ।
গবেষক : ড. মাওলানা আমজাদ রেযা কাদেরি
তত্তাবধায়ক : প্রফেসর ড. তালহা বরক রিযভি।
ইউনিভার্সিটি : ওয়ের কিনর সিং ইউনিভার্সিটি, ভুজপুর, ভারত।
ডিগ্রি অর্জনের সন : ১৯৯৩ ঈসায়ী।

১৫) শিরােনাম : মাওলানা আহমদ রেযা খান কি না'তিয়া শায়েরি কা তারিখি আওর আদবি জায়িযাহ।
গবেষক : ড. আনিসা তানযিমুল ফেরদৌস
তত্ত্বাবধায়ক : ড. ফরমান ফতেহপুরি
হউনিভার্সিটি : করাচি ইউনিভার্সিটি, করাচি, পাকিস্তান।
ডিগ্রি অর্জনের সন : ২০০৪ ঈসায়ী

১৬) শিরােনাম : ইমাম আহমদ রেযা আওর উনকি মাকতুবাত।
গবেষক : ড. গােলাম জাবের শামস মিসবাহি
তত্ত্বাবধায়ক : প্রফেসর ড. আলিম উল্লাহ হালি
চেয়ারম্যান : উর্দু বিভাগ
ইউনিভার্সিটি : মগ্ধা ইউনিভার্সিটি, বিহার, ভারত।
ডিগ্রি অর্জনের সন : ২০০৪ ঈসায়ী।

১৭) শিরােনাম : ইমাম আহমদ রেযা কি আদবি ওয়া লিসানি খিদমাত।
গবেষক : ড. রিয়াজ আহমদ
ডিগ্রি অর্জনের সন : ২০০৪ ঈসায়ী।

১৮) শিরােনাম : আশ শায়খ আহমদ রেযা শায়েরান আরবিয়্যান মায়া তাদওয়িনে দিওয়ানিহিল আরবি।
গবেষক : ড. সৈয়্যদ শাহীদ আলি নুরানি
ইউনিভার্সিটি : পাঞ্জাব ইউনিভার্সিটি, পাঞ্জাব, পাকিস্তান।
ডিগ্রি অর্জনের সন : ২০০৪ ঈসায়ী।

১৯) শিরােনাম : মাওলানা আহমদ রেযা খান কি খিদমাত উলুমে হাদিস কা তাহকীকি আওর তানকিদি জায়িযাহ।
গবেষক : ড. মাওলানা মানজুর আহমদ সাঈদ
তত্ত্বাবধায়ক : প্রফেসর ড. মুহাম্মদ মাসউদ আহমদ
ইউনিভার্সিটি : করাচি ইউনিভার্সিটি, করাচি, পাকিস্তান।
ডিগ্রি অর্জনের সন : ২০০৬/২০০৭ ঈসায়ী।

২০) শিরােনাম : বররে সগির কি সিয়াসি তারিকাত মে ফাতাওয়ায়ে রেযভিয়্যাহ কা এক তাহকিকি জায়িযাহ।
গবেষক : প্রফেসর ড. ইসহাক মাদানি
ইউনিভার্সিটি : করাচি ইউনিভার্সিটি, করাচি, পাকিস্তান
ডিগ্রি অর্জনের সন : ২০০৬ ঈসায়ী

২১) শিরােনাম : আয যালালুল আনকা মিন বাহরে সবকাতিল আতকা। (লেখক- ইমাম আহমদ রেযা)
গবেষক : প্রফেসর ড. মাওলানা আশফাক আহমদ জালালি
তত্ত্বাবধায়ক : প্রফেসর ড. জহুর আহমদ আজহার
ইউনিভার্সিটি : পাঞ্জাব ইউনিভার্সিটি, পাঞ্জাব, পাকিস্তান।
ডিগ্রি অর্জনের সন : ২০০৬/২০০৯ ঈসায়ী।

২২) শিরােনাম : ইমাম আহমদ রেযা আওর উনকি খােলাফা কি তাহরিকে পাকিস্তান মে কিরদার।
গবেষক : ড. মুহাম্মদ হাসান ইমাম
তত্ত্বাবধায়ক : প্রফেসর ড. জালাল উদ্দিন নুরি
ইউনিভার্সিটি : করাচি ইউনিভার্সিটি, করাচি, পাকিস্তান।
ডিগ্রি অর্জনের সন : ২০০৬/২০০৮ ঈসায়ী।

২৩) শিরােনাম : আসরুল ছাকাফাতিল আরাবিয়্যাহ ফিল মাদহিল নববিয়্যাতিল আউদিয়্যাহ লিশ শায়খ আহমদ রেযা খান।
গবেষক : ড. জাফর ইকবাল জালালি
ইউনিভার্সিটি : ফয়সালাবাদ ইউনিভার্সিটি,পাকিস্তান।
ডিগ্রি অর্জনের সন : ২০১১ ঈসায়ী।

২৪) শিরােনাম : মহানবি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লামা এর শানে আ'লা হযরত ইমাম আহমদ রেযা খান (রা) রচিত নাত সাহিত্য ও একটি বিশ্লেষণ
গবেষক : ড. মুহাম্মদ নাছির উদ্দিন
তত্ত্বাবধায়ক : ড. মুহাম্মদ আবদুর রশিদ
ইউনিভার্সিটি : ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা, বাংলাদেশ।
ডিগ্রি অর্জনের সন : ২০১৬ ঈসায়ী।

(সংক্ষেপ)

(ইমামে আহলে সুন্নাত আ'লা হযরত শাহ আহমদ রেযা খান বেরেলভি রহমাতুল্লাহি আলাইহি এর উপর অপবাদের দাঁতভাঙ্গা জবাব,কৃত: অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ জসিম উদ্দিন রেজভী রহমাতুল্লাহি আলাইহি।)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন