মঙ্গলবার, ৮ জুন, ২০২১

ব্রিটিশ বিচারলয়কে 'আদালত' ও বিচারককে 'আদেল' না বলার নির্দেশ

 

ব্রিটিশ বিচারলয়কে 'আদালত' ও বিচারককে 'আদেল' না বলার নির্দেশ 

 আ'লা হযরত ইমাম আহমদ রেযা বেরেলভী রহমাতুল্লাহি আলাইহি ইংরেজ বিচারালয়কে 'আদালত' ও ইংরেজ জর্জকে 'আদেল' না বলতে কাঠোর নিষেধ দিয়েছেন। ১৯১৬ ঈসায়ীতে লক্ষ্ণৌ  থেকে আসা তদসম্পর্কে এক ফাতওয়ার প্রশ্নে প্রশ্নকারী বলেন, ইংরেজ কাচারীকে 'আদালত' এবং বিচারককে 'আদেল' বলা নিষেধ। এমনকি কুফুরি পর্যন্ত বলা হয়েছে। এ ব্যাপারে আপনার ফাতওয়ার মুখাপেক্ষী। 

জাওয়াবে আলা হযরত রহমাতুল্লাহি আলাইহি বলেন,ইংরেজ বিচারালয়কে 'আদালত' বলার কারণে কুফুরী হবে না;তবে ইংরেজ জর্জকে 'আদেল বা ন্যায় বিচারক' বলে বিশ্বাস করা কুফুরি"। (আ'লা হযরত রচিত "ফাতওয়ায়ে রেযভিয়্যাহ,খণ্ড:০৬,পৃষ্ঠা-১১৬,মাওলানা আবদুল হাক্বিম শরফ ক্বাদেরি রচিত "আল বেরেলভিয়্যাহ কা তাহকিকি ওযা তানক্বিদি জায়েজাহ",প্রাগুক্ত,পৃষ্ঠা - ১৮১,আ'লা হযরত ইমাম আহমদ রেযা খাঁন বেরেলভী রহমাতুল্লাহি আলাইহি'র উপর আরোপিত অপবাদের জবাব,পৃষ্ঠা - ৮৫-৮৬)।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন