এখানে ফাতওয়ার বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ করা হয় না:
তৎকালীন বাংলার প্রখ্যাত আলেম, নােয়াখালী জেলার জনাব মাওলানা শাহ সৈয়্যদ হামীদুর রহমান রেজভী আ'লা হযরত ইমাম আহমদ রেযা বেরেলভী রহমাতুল্লাহি আলাইহি'র ছাত্র ও ভক্ত ছিলেন।
তিনি ১লা জিলহাজ্ব ১৩৩৭ হিজরিতে একটি মাসআলার সমাধান চেয়ে আ'লা হযরতের কাছে একটি চিঠি লিখেন। চিঠির শেষ ভাগে এটাও লিখেন যে, হুযুর এক রুপী আপনার খেদমতে প্রেরণ করছি। জনাব শাহ হামিদুর রহমান সাহেবের জবাবে আ'লা হযরত ইমাম আহমদ রেযা বেরেলভী রহমাতুল্লাহি আলাইহি লিখেন-
جواب مسئلہ حاضر ہے- الحمد لله کہ آپکا روپیہ نہ آیا، اگر لاکه روپیہ ہوتے
تو بعونہ تعالی واپس کئے جاتے، يہاں بحمده تعالی نہ رشوا لی جاتی بے،
نہ فتوی پر اجرت۔
"আপনার মাসআলার জবাব পাঠালাম। আলহামদুল্লিল্লাহ, আপনার রুপী (টাকা) এখনাে পৌঁছেনি। যদি পৌঁছতাে এক রুপী কেনো, এক লক্ষ রুপী হলেও আল্লাহর রহমতে ফেরত দেয়া হতাে। আলহামদুল্লিল্লাহ, এখানে ফাতওয়ার বিনিময়ে ঘুষ বা পারিশ্রমিক গ্রহণ করা হয় না।"(ড. গােলাম জাবের শামস মিসবাহি রচিত "ইমাম আহমদ রেযা খুতুত কে আয়নে মে", প্রাগুক্ত, পৃষ্ঠা : ২৭২)।
কলকাতা নিবাসী হাজ্বি নাদের আলিকে আ'লা হযরত রহমাতুল্লাহি আলাইহি'র জবাব :
কলকাতা নিবাসী হাজ্বি নাদের আলি সাহেব একটি প্রশ্নের সমাধান চেয়ে আ'লা হযরত ইমাম আহমদ রেযা বেরেলভী রহমাতুল্লাহি আলাইহি'র নিকট চিঠি লিখলেন। চিঠিটিতে একটি বাক্য এমনটি ছিলাে যে, ফাতওয়ার জাওয়াবের খরচ ও অন্যান্য বিষয়ের জন্য এ অধম আপনার খেদমতে হাজির হচ্ছি।" তার এই বাক্যের উত্তরে আলা হযরত বলেন-
یہاں فتوی پر کوئی خرچ نہیں لیا جاتا، نہ اس کو اپنی حق میں روا رکها جاتا ہے
"এখানে ফাতওয়ার ব্যাপারে কোনাে খরচ নেয়া হয় না। আমি এটাকে আমার
ব্যাপারে বৈধ মনে করি না।"(ড. গােলাম জাবের শামস মিসবাহি রচিত "ইমাম আহমদ রেযা খুতুত কে আয়নে মে", প্রাগুক্ত, পৃষ্ঠা : ২৭৩)।
ভাওয়ালপুর জেলার মাওলানা আবদুর রহিমের প্রতি আ'লা হযরত রহমাতুল্লাহি আলাইহি'র জবাব:
ভাওয়ালপুর জেলার মাওলানা আবদুর রহিম খানকাহী লিখিত পত্রে লিখেছেন "প্রশ্নের উত্তর আসলে পারিশ্রমিক দিয়ে দিবাে"। উত্তরে আ'লা হযরত ইমাম আহমদ রেযা বেরেলভী রহমাতুল্লাহি আলাইহি লিখেন- "এখানে ফাতওয়ার উপর কোনাে পারিশ্রমিক গ্রহণ করা হয় না। না আগে গ্রহণ করা হয়েছে, না পরে গ্রহণ করা হবে,না আমি নিজের জন্য তা বৈধ মনে করি।"(ড. গােলাম জাবের শামস মিসবাহি রচিত "ইমাম আহমদ রেযা খুতুত কে আয়নে মে", প্রাগুক্ত, পৃষ্ঠা : ২৭৩)।(আ'লা হযরত ইমাম আহমদ রেযা খাঁন বেরেলভী রহমাতুল্লাহি আলাইহি'র উপর আরোপিত অপবাদের জবাব,পৃষ্ঠা - ২৬৪)।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন