পাটিয়ালা জেলার শেখ শের মুহাম্মদের প্রতি আ'লা হযরত (রদ্বিয়াল্লাহু আনহু)'র জবাব:
জনাব শেখ শের মুহাম্মদের এক প্রশ্নের জবাব দিতে গিয়ে আ'লা হযরত ইমাম আহমদ রেযা বেরেলভী রদ্বিয়াল্লাহু আনহু লিখেন- "এখানে ফাতওয়ার উপর কোনো ফি গ্রহণ করা হয় না। আল্লাহর অনুগ্রহে হিন্দুস্থানসহ বিভিন্ন দেশ (যেমন- চীন, আফ্রিকা, আমেরিকা, আরব শরিফ ও ইরাক) থেকে ফাতওয়া আসে। কোনাে কোনাে সময় একসাথে চারশত ফাতওয়া পর্যন্ত একত্রিত হয়। আল্লাহর অনুগ্রহে আমার দাদাজান কেবলার সময়কাল থেকে আজ ১৩৩৭ হিজরি পর্যন্ত এ ঘর থেকে ফাতওয়া প্রদান জারি রয়েছে। যার সময়কাল ৯১ বছর। আর এ অধম (আল্লাহ ক্ষমা করুক) ৫১ বছর যাবত এ মহৎ কাজে নিয়ােজিত। এ দীর্ঘ সময়ে সহস্রাধিক ফাতওয়া লিখা হয়েছে।
১২ খণ্ড বিশিষ্ট এ অধমের ফাতওয়া সংকলন তাে রয়েছে। আল্লাহর শুকরিয়া যে, এখানে একটি পয়সাও গ্রহণ করা হয় নি, সামনেও গ্রহণ করা হবে না। এটা আল্লাহর সাহায্য ও তাঁরই শুকরিয়ার কারণ। জানি না, পার্থিব মােহে বিভোর অসৎস্বভাব ও নীচুমনা কোন লােক ফাতওয়া প্রদানের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণের তরিকা বের করেছে। যার কারণে দূর-দূরান্ত থেকে অনেক অনবহিত ব্যক্তি বহুবার জিজ্ঞেস করছে যে, হুযুর আমার ফাতওয়ার ফি কতাে? প্রিয় ভাইয়েরা!
مَاۤ اَسۡـَٔلُکُمۡ عَلَیۡہِ مِنۡ اَجۡرٍ ۚ اِنۡ اَجۡرِیَ اِلَّا عَلٰی رَبِّ الۡعٰلَمِیۡنَ (سورة الشعراء : آية .109)
আমি এটার কোনাে প্রতিদান চাই না, আমার প্রতিদান তাে সমগ্র জাহানের প্রতিপালকের কাছে যদি তিনি চান।
প্রিয় পাঠক! এই ছিলাে আ'লা হযরত ইমাম আহমদ রেযা বেরেলভী রদ্বিয়াল্লাহু আনহু ফাতওয়া প্রদানে লিল্লাহীয়তের ইতিহাস।(ড. গোলাম জাবের শামস মিসবাহি রচিত "ইমাম আহমদ রেজা খুতুত কে আয়নে মে",প্রাগুক্ত,পৃষ্ঠা-২৭৩-৭৪, আ'লা হযরত ইমাম আহমদ রেযা খাঁন বেরেলভী রহমাতুল্লাহি আলাইহি'র উপর আরোপিত অপবাদের জবাব,পৃষ্ঠা - ২৬৫-২৬৬ )
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন